ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নাশকতার মামলা

বিএনপির ৫৩ নেতাকর্মী কারাগারে

বিএনপির ৫৩ নেতাকর্মী কারাগারে

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৫:৪২ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৫:৪২

রাজধানীতে বিএনপির মহাসমাবেশের আগে বিভিন্ন থানায় নাশকতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পৃথক পৃথক হাকিম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে খিলগাঁও যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ আকন্দ এবং পল্লবী থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম রয়েছেন।

এর আগে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

আদালত-সংশ্লিষ্টরা জানান, মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা আসামিদের তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। তবে কোনো আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।

অপরদিকে তাদের অনেকের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে পৃথক পৃথক আদেশে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার পৃথক আদালত।

আরও পড়ুন

×