আলোচনা সভায় বক্তারা
আদিবাসীদের অধিকার আদায়ে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৫:৩৭ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৫:৫০
আদিবাসীদের সামাজিক ও সাংবিধানিক সংকট সমাধানে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। আজ শনিবার পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬তম বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম আযোজিত আলোচনা সভায় বক্তারা ওই কথা বলেন। সভায় সভাপতিত্ব করের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি শ্রী জ্যোতিরিন্ত্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
সভায় বক্তারা বলেন, সরকারের অবহেলা, উদাসীনতার কারণে গত ২৬ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হয়নি।
সভায় সন্তু লারমা বলেন, ‘যেখানে অন্যায়, অবিচার, নিপীড়ন বিরাজমান- সেখানে আন্দালন থেমে যায় না। পাহাড়ের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যারা আছেন তারা সরে যায়নি। পার্বত্যাঞ্চলে আন্দালন ক্রমাগত ঘণীভূত হচ্ছে।’
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে এখন পর্যন্ত সামরিক শাসন বজায় আছে। এতদিন সেখানে অবস্থান করেও যদি শান্তি প্রতিষ্ঠা করতে না পারে তাহলে তারা যেন মানে মানে সরে আসেন।’
এছাড়া সভায় অন্যান্য রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।