কুয়াশায় ৫ ফ্লাইট নামতে পারেনি শাহজালালে

ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪ | ১২:৫২
ঘনকুয়াশা থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি আন্তর্জাতিক রুটের পাঁচটি ফ্লাইট। বাধ্য হয়ে ফ্লাইটগুলোর চারটি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। আর একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
রাত সাড়ে তিনটা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঘনকুয়াশার কারণে উড়োজাহাজগুলো নামতে পারেনি। কুয়াশা কেটে গেলে আবার ছাড়ে উড়োজাহাজগুলো। সকাল ৯টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, বুধবার ভোর থেকে ঘনকুয়াশা ছিল। সকাল ৯টার পর উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক হয়েছে।
মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে চলছে ৪৩ জেলায়। মঙ্গলবার চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে ছিল মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, এমন পরিস্থিতি আরও দু-তিন দিন থাকতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেছেন, মৌলভীবাজার, বরিশাল, ভোলা, কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা থাকবে। তাতে কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।
- বিষয় :
- ঘনকুয়াশা