ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

জাবিতে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত বেলায়েত

জাবিতে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত বেলায়েত

রাবি ক্যাম্পাসে বেলায়েত শেখ- সমকাল

জাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২২ | ০৯:২৩ | আপডেট: ৩০ জুলাই ২০২২ | ০৯:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় আসা ৫৫ বছরের বেলায়েত শেখ রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। বিপত্তি দেখা দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণ নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি৷

চলমান ২০২১-২২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দেশের সবচেয়ে প্রবীণ পরীক্ষার্থী হিসেবে আলোচনায় এসেছেন বেলায়েত। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর রোববার অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর থেকে বাসে করে রওয়ানা দেন তিনি। এসময় শ্রীপুর থেকে ভবানীপুরগামী একটি বাসের ধাক্কায় মেরুদণ্ডের নিচের হাড়ে প্রচণ্ড ব্যথা পান তিনি।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সমকালকে এসব তথ্য জানান বেলায়েত। এসময় সাভারের বাইপাইলে এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

বেলায়েত জানান, বাসটি গতিনিরোধকের ওপর না থামিয়ে আমাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় অনেক কষ্ট করে সাভারে পৌঁছে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন সাভারে বন্ধুর বাসায় বিশ্রাম নিচ্ছি৷

দুর্ঘটনায় আহত হলেও মনোবল হারাননি জানিয়ে বেলায়েত বলেন, যতই অসুস্থ থাকি না কেন আগামীকাল সকালে ইনশাআল্লাহ পরীক্ষায় অংশগ্রহণ করবো।

আরও পড়ুন

×