ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ১১২১

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪ | ২০:২৮
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১২১ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং একজন খুলনা বিভাগের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৪১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫৮২ জন।
- বিষয় :
- ডেঙ্গু
- ডেঙ্গু জ্বর
- ডেঙ্গু রোগীর মৃত্যু