১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ২১:৫৭
আরও ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়ে তাদের হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে।
বিএফআইইউর তথ্য চাওয়ার তালিকায় রয়েছেন– সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক এমডি সুভাষ চন্দ্র বাদল, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ, বাসসের সাবেক প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ ও উপপ্রধান সম্পাদক ওমর ফারুক, পিআইবির সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা (সোমা ইসলাম), দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবায়দুল কবীর মোল্লা, দৈনিক জাগরণের সম্পাদক আবেদন খান, ফ্রিল্যান্স সাংবাদিক অজয় দাস গুপ্ত এবং গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ তাদের পরিবারের অনেকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সময়ের সাবেক মন্ত্রী, এমপি, বিভিন্ন পর্যায়ের নেতা, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন পর্যায়ের সাবেক সরকারি কর্মকর্তাসহ অনেকের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বিএফআইইউ। সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর এরই মধ্যে অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।
- বিষয় :
- সাংবাদিক
- ব্যাংক হিসাব তলব