সাবরিনাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ১০:৩৩
করোনা রোগীর নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দিয়ে মানুষের টাকা আত্মসাতের মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের উপপরিচালক সেলিনা আখতার মনি কাশিমপুর কারাগারের গেটে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
ডা. সাবরিনা চৌধুরীর বিরুদ্ধে তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় প্রতারণা, জালিয়াতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে ১৫ হাজার ৪৬০টি ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি ও সরবরাহ করা হয়। এতে সাধারণ মানুষের ৮ কোটি টাকা হাতিয়ে নেয় সে। এ ছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত আরও সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অভিযোগটির অনুসন্ধানের স্বার্থে গতকাল সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত রোববার দুদকের ওই কর্মকর্তা একই অভিযোগে সাবরিনার স্বামী আরিফ চৌধুরীকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের গেটে জিজ্ঞাসাবাদ করেন।
সাবরিনা-আরিফ ছাড়া আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা হলেন এ দু'জনের সহযোগী আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু, তার স্ত্রী তানজীনা পাটোয়ারী ও প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা। তারা সবাই কারাগারে আছেন।