ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

মামুনুলের বিরুদ্ধে করা মামলা ফেরত দিয়েছেন আদালত

মামুনুলের বিরুদ্ধে করা মামলা ফেরত দিয়েছেন আদালত

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৬:৪২

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাসহ ‘ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা গ্রহণ করেননি আদালত।

বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক ওরফে মশিউর মালেক। এদিন বাদীর দায়ের করা মামলার আবেদনের ওপর শুনানি শেষে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন বিচারক। একইসঙ্গে নথিও ফেরত দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ১৩ নভেম্বর বিএমএ মিলনায়তনে যুব খেলাফত মজলিশের ঢাকা মহানগর শাখার সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে মামুনুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়তে দেওয়া হবে না। প্রয়োজনে লাশের পর লাশ পড়বে। আবার শাপলা চত্বর হবে।’ ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। মামুনুল হকের বক্তব্যের পর একটি মহল বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে একের পর এক বক্তব্য দিচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করেন বাদী।

whatsapp follow image

আরও পড়ুন

×