ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা: ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা: ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০ | ০৯:৫৩ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ | ১০:০০

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে আরও দু'জন সাক্ষ্য দিয়েছেন। বুয়েটের অধ্যাপক আবদুল আদনান এবং চিত্রবিশেষজ্ঞ সিআইডির পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে জবানবন্দি দেন।

সাক্ষ্য শেষে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। আগামী ৫ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটিতে ৬০ সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্য শেষ হলো।

আবরার হত্যা মামলায় আসামি ২৫ জন। আসামিদের মধ্যে ২২ জন কারাগারে আছেন। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয়। তিনজন পলাতক রয়েছেন। আর আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আবরারকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পর দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা।

গত ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ১৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

আরও পড়ুন

×