প্রধানমন্ত্রীকে কটূক্তি: আলালের বক্তব্যের ভিডিও সরানোর নির্দেশ

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১ | ০০:০৭ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ | ০০:০৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তিপূর্ণ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। বিটিআরসির চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
এর আগে মঙ্গলবার এই অভিযোগ দায়ের করেন ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুরুদ্দীন আহমেদ ও বিজয় ৭১ হলের ফুয়াদ হোসেন শাহাদাত।
অভিযোগে উল্লেখ করার হয়, মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন যা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখতে পান। সরকার ও দেশের জনগণের জন্য বিষয়টি হেয়প্রতিপন্ন ও মানহানিকর। এ ব্যাপারে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।