ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশি শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্র আশ্বস্ত করেছে ন্যায়বিচার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র আশ্বস্ত করেছে ন্যায়বিচার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ০৯:০৭ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ০৯:৪৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ ফয়সাল আরিফের মৃত্যুর বিষয়ে ন্যায়বিচার হবে বলে আশ্বস্ত করেছে সে দেশের সরকার।

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওয়াশিংটন ডিসিতে আমাদের দূত এরইমধ্যে সে দেশে সিংশ্লিষ্টদের কাছে এ বিষয়টি উত্থাপন করেছেন। এরপর যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে, এ ঘটনায় ন্যায়বিচার হবে। এ ছাড়া যে পুলিশ কর্মকর্তার গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে আমরা জেনেছি।

গত বুধবার ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজপোর্টে পুলিশের গুলিতে সৈয়দ ফয়সাল আরিফ নিহত হন। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে পড়াশোনা করতেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন এলাকায়।

আরও পড়ুন

×