ইডেন কলেজে ছাত্রী নির্যাতন
অভিযুক্ত বললেন, 'সে আমার খুব কাছের ছোট বোন'

ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুজহাত ফারিয়া রোকসানা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৪৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪৯
খারাপ আচরণের প্রতিবাদ করায় রাজধানীর ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে স্টাম্প দিয়ে পেটানোর অভিযোগ ওঠে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুজহাত ফারিয়া রোকসানার বিরুদ্ধে। তবে রোকসানা বলছেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল এবং এখন তার অবসান হয়েছে। এ ছাড়া যে ছাত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে সে তার 'খুব কাছের ছোট বোন' বলেও দাবি করেছেন রোকসানা।
আজ বৃহস্পতিবার রাতে রোকসানা সমকালকে বলেন, 'সে (ভুক্তভোগী) আমার রুমমেট এবং ছোট বোন। শুধু ছোট বোন না। সে আমার খুব কাছের ছোট বোন।'
তিনি বলেন, 'তাকে (ভুক্তভোগী) এবং আমাকে নিয়ে নানা ধরনের মারামারির কথা রটেছে। সবচেয়ে বড় কথা হলো সে আমার রুমমেট এবং ছোট বোন। শুধু ছোট বোন না। সে আমার খুব কাছের ছোট বোন। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। গত পরশু (মঙ্গলবার) তার সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়। এরপর গতকাল (বুধবার) হল অফিসে গিয়ে হল প্রশাসনের মাধ্যমে সমাধান হয়। আমাদের মধ্যে এখন আর কোনো ঝামেলাই নেই।'
রোকসানা বলেন, 'বলা হচ্ছে, আমি নাকি তাকে (ভুক্তভোগী) পিটিয়েছি, রক্তাক্ত করেছি। কিন্তু তাকে কোনোভাবে লাঞ্ছিত করা হয়নি। আপনারা চাইলে তার সঙ্গে কথা বলতে পারেন, তাকে সশরীরে দেখতে পারেন।'
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, 'ঘটনাটি নিয়ে আমি আর কথা বলতে চাইছি না। আমাদের মধ্যে সমাধান হয়ে গেছে।'
হল সুপার নাজমুন নাহার বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন তাদের মধ্যে সমাধান হয়ে গেছে।