ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

উপহারের চাল ডাল পেলেন ৮০ ইমাম-মুয়াজ্জিন

উপহারের চাল ডাল পেলেন ৮০ ইমাম-মুয়াজ্জিন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩ | ১৭:১৪ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ | ১৭:১৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৬ নম্বর ওয়ার্ডের ২১টি মসজিদের ৮০ জন খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ঈদ উপহারসামগ্রী দিয়েছে বীর মুক্তিযোদ্ধা এমএস হক ফাউন্ডেশন।

প্রত্যেকের উপহারসামগ্রীর ব্যাগের মধ্যে ছিল ২৫ কেজি মিনিকেট চাল, ৩ কেজি পোলাও চাল, ৩ কেজি চিনি, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, আধা কেজি গুঁড়ো দুধসহ ২২ ধরনের খাদ্যসামগ্রী।

এ উপলক্ষে সোমবার রাজধানীর হাতিরপুলের ধানমন্ডি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মায়ের আদরে, ভালোবাসায় আলিঙ্গন করে রেখেছেন। শেখ হাসিনার প্রতিটি কর্মের মধ্যেই একটি মানবিক গুণাবলি, মহতী উদ্যোগ প্রকাশ পায়। করোনা মহামারির পর যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এ জন্য তিনি রমজানের শুরুতেই ঘটা করে ইফতার আয়োজনের নামে অর্থের অপচয় না করে সাধারণ মানুষের ঘরে ঘরে ইফতার, সেহরির সামগ্রী পৌঁছে দিতে বলেছেন। এটিই রমজানের শিক্ষা, সিয়াম-সাধনার শিক্ষা। এটিই ইসলামের পক্ষে তার চিন্তা-চেতনা। আজকের এ মহতী অনুষ্ঠান তারই প্রতিফলন। এটি আলেম ওলামাদের দিয়ে শুরু হচ্ছে, আগামীতে অন্যরাও পাবেন।

এ সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল।

আরও পড়ুন

×