ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

করোনাকালে বাল্যবিয়ে বৃদ্ধি নিয়ে ছায়া সংসদ বিতর্ক

করোনাকালে বাল্যবিয়ে বৃদ্ধি নিয়ে ছায়া সংসদ বিতর্ক

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ঢাকা সিটি কলেজের বিতার্কিকদের সঙ্গে অতিথিরা - সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১ | ১০:১৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০২১ | ১০:১৫

করোনাকালে বাল্যবিয়ে বৃদ্ধি নিয়ে অনুষ্ঠিত হলো ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’। আজ শুক্রবার সকালে এটিএন বাংলায় প্রচারিত হয় এই বিতর্ক প্রতিযোগিতা।

ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় ছায়া সংসদে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

যুক্তি-পাল্টা যুক্তির মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় শহীদ পুলিশ স্মৃতি কলেজকে হারিয়ে ঢাকা সিটি কলেজ চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, উন্নয়নকর্মী নিশাত সুলতানা, সাংবাদিক অনিমেষ কর, সাংবাদিক শারমিন নীরা এবং সাংবাদিক সবুজ ইউনুস।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের বিতার্কিকদের ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

আরও পড়ুন

×