ঘরে বসে কাজসহ ১২ পদে লোক নিচ্ছে আদর্শ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ০৫:৪৪ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ | ০৬:১৯
এডিটিং, প্রুফরিডিং, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, কনটেন্ট ক্রিয়েটিং, মার্কেটিং, সেলস, কাস্টমার সাপোর্ট, এইচআর, একাউন্টস ও ওয়েব ডেভেলপমেন্টসহ ১২টি পদে সিনিয়র এক্সিকিউটিভ থেকে ইন্টার্ন পজিশনে নিয়োগ দিচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ। এসব পদের মধ্যে এডিটিং ও মার্কেটিং এজেন্টদের রয়েছে ঘরে বসে কাজ করার সুযোগ।
মহামারিপরবর্তী নতুন বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি তাদের পূর্ণকালীন কর্মীদের জন্যও রেখেছে হাইব্রিড (অফিসে এবং ঘরে বসে) কাজের সুযোগ।
এ প্রসঙ্গে আদর্শর মানব সম্পদ নির্বাহী সুকান্ত চন্দ্র ভৌমিক বলেন, ‘আমাদের সিইও মাহাবুব রাহমান ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে একটি শক্তিশালী ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করানো গেছে। তাই এখন আমাদের কর্মীদের অফিসে আসা-যাওয়ার দিকে নয়, বরং কাজের ফলাফলের দিকে গুরুত্ব দিচ্ছি। কেউ যদি যথাযথভাবে কমিউনিকেশন, কোলাবরেশন করতে পারেন তবে তিনি অফিসে এসে কিংবা না এসে যেভাবে খুশি সেভাবে অফিস করতে পারবেন।’
আগ্রহী প্রার্থীরা এই লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন।
- বিষয় :
- আদর্শ