সৌদি আরব যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৫:৩০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৫:৩০
বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ উদ্দেশ্যে চেম্বারের একটি প্রতিনিধিদল আগামীকাল শনিবার সৌদি আরব যাচ্ছে। এর নেতৃত্ব দেবেন ডিসিসিআই সভাপতি ব্যারিষ্টার মো. সামীর সাত্তার। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অর্থনৈতিক কূটনীতি, রপ্তানির বাজার বহুমুখীকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে পেতে ঢাকা চেম্বারের সভাপতির নেতৃত্বে ৬১ সদস্যের একটি ব্যবসায়ী দল আগামী বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব সফর করবে। ঢাকা চেম্বার বিশ্বাস করে, এফএমসিজি, ভারী যন্ত্রপাতি, অটোমোবাইল, স্মার্ট ফার্মিং, হালাল পণ্য, ফিনটেক টেকনোলোজি, লজিস্টিক, অবকাঠামো প্রভৃতি খাতে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ আরো সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ৬ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।
সফরকালে বাণিজ্য প্রতিনিধিদল রিয়াদ চেম্বার, মক্কা চেম্বার, মদীনা চেম্বারের মতো খ্যাতনামা বাণিজ্য সংগঠনগুলোর সাথে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা সভায় যোগ দেবে। এছাড়া সেখানকার বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বিজনেস ম্যাচ মেকিং (বিটুবি) সেশনে অংশ নেবে। সময়োপযোগী এ বাণিজ্য সফর দুদেশের সম্ভাবনাময় ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের নতুন নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি আগামীতে দ্বিপাক্ষিক ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করে ডিসিসিআই।