ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

অর্থ প্রতিমন্ত্রী

মূল্যস্ফীতি রোধ ও খাদ্য নিরাপত্তায় বাজেটে সর্বোচ্চ গুরুত্ব থাকছে

মূল্যস্ফীতি রোধ ও খাদ্য নিরাপত্তায় বাজেটে সর্বোচ্চ গুরুত্ব থাকছে

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৪ | ২২:৩৮

আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাজেট প্রণয়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তগুলো ভূমিকা রাখছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আইএমএফ কোন শর্ত দিচ্ছে, তা বলব না। অর্থনীতিকে টেকসই করতে বিশ্বব্যাপী যে মূল্যস্ফীতির সমস্যা আছে, সেগুলো থেকে বাংলাদেশ বাইরে নয়। সেই সমস্যাগুলো নিরসনে প্রস্তাবিত বাজেটে গুরুত্ব দেওয়া হবে।

খাদ্য মূল্যস্ফীতি কমাতে কোনো উদ্যোগ থাকবে কিনা– এমন প্রশ্নে তিনি বলেন, কৃষিজাত পণ্য ও খাদ্য নিরাপত্তার জন্য সার-বীজ ইত্যাদিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সেচের জন্য বিদ্যুতেও গুরুত্ব দেওয়া হয়। খাদ্য সহায়তার জন্য শেখ হাসিনার সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রস্তাবিত বাজেটে খাদ্য নিরাপত্তা বজায় রাখার জন্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। তার পরও দেশের দক্ষিণাঞ্চলের যে কৃষক ও উদ্যোক্তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের ক্ষতিপূরণে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নেবে। আগামী বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকের জন্য আগে থেকেই বরাদ্দ করা হয়েছে।

জাতিসংঘের ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট-ইফাদের সঙ্গে যৌথভাবে প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেইস) শীর্ষক প্রকল্প হাতে নিয়েছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ। গতকাল ছিল ৯ বছর মেয়াদি এ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক নমিতা হালদার বলেন, এই প্রকল্পের মূল কাজ ছিল কৃষিক্ষেত্রে আধুনিকায়নের অভিজ্ঞতা বিতরণ করে উদ্যোক্তা সৃষ্টি করা। মানুষকে সচেতন ও দারিদ্র্য বিমোচন করা। প্রকল্পের শতভাগই অর্জন হয়েছে।

আরও বক্তব্য দেন ইফাদের কান্ট্রি ডিরেক্টর আর্নড হ্যামেলিয়ার্স। সভাপতিত্ব করেন পিকেএসএফের  চেয়ারম্যান এম খায়রুল হোসেন।

আরও পড়ুন

×