এবার নাবিল গ্রুপের আমিনুল পরিবারের ব্যাংক হিসাব জব্দ

ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৫২ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৫৫
এস আলম গ্রুপের ঋণ জালিয়াতির অন্যতম সহযোগী নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। তাদের ব্যক্তিগত নামে পরিচালিত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও জব্দ করার কথা বলা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়।
ব্যাংক হিসাব ফ্রিজের তালিকায় আরও আছে- আমিনুল ইসলামের স্ত্রী মোছা. ইসরাত জাহান, তার বাবা নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল, মা গ্রুপের পরিচালক আনোয়ারা বেগম। এছাড়া দুই সন্তান এজাজ আবরার ও আফরা ইবনাথের অ্যাকাউন্টও ফ্রিজ করতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি, পরিবারের সদস্য বা তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে তা ৩০ দিনের জন্য জব্দ করতে হবে। তাদের নামে কোনো ব্যাংকে লকার সুবিধা থাকলে তাও স্থগিত করতে হবে। এছাড়া হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
নাবিল গ্রুপ রাজশাহী অঞ্চলের ভোগ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। ২০২২ সালে বেনামি ঋণের কারণে গ্রুপটি হঠাৎ আলোচনায় আসে। ২০২২ সালের মার্চ পর্যন্ত ইসলামী ব্যাংকে নাবিল গ্রুপের ঋণ ছিল ২ হাজার কোটি টাকার কিছু বেশি।
হঠাৎ করে ইসলামী ব্যাংক, এসআইবিএল ও ফার্স্টসিকিউরিটি ইসলামীসহ এস আলমের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ব্যাংকে নাবিল গ্রুপের বিভিন্ন ঠিকানা ব্যবহার করে ১২ হাজার কোটি টাকার মতো ঋণ হয়। এসব ঋণের বেশিরভাগই এস আলমের বেনামি বলে ধারণা কেন্দ্রীয় ব্যাংকের। সুদসহ এসব ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৪ হাজার কোটি টাকার বেশি।