বাজারে এলো ইসি ডেইলির চিনিগুঁড়া চাল ও মসুর ডাল

ইসি ডেইলির উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠাটির শীর্ষ কর্মকর্তারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:০১
সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা নিয়ে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এসেছে ‘ইসি ডেইলি চিনিগুঁড়া চাল’ ও ‘ইসি ডেইলি মসুর ডাল’। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ইস্ট কোস্ট সেন্টারে ইসি ডেইলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এক কেজির চমৎকার প্যাকেজিংয়ে ইসি ডেইলি চিনিগুঁড়া চাল এবং এক কেজি ও ৫০০ গ্রামের সুদৃশ্য প্যাকেটে ইসি ডেইলি মসুর ডাল পাওয়া যাচ্ছে বাজার, দোকান, সুপারশপসহ অনলাইন প্ল্যাটফর্মে।
দৈনন্দিন জীবনের সবচেয়ে পুষ্টিকর ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহের ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বক্তব্য রাখেন ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানভীর চৌধুরী।
বাংলাদেশের প্রতিটি পরিবারের জন্য ভালো মানের খাদ্যপণ্য সরবরাহে ইসি ডেইলির সব পণ্যে শতভাগ বিশুদ্ধতা, খাঁটি মান এবং সহজলভ্যতার নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।
ইসি ডেইলি বর্তমানে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের পণ্যসম্ভারের লাইনে তৃতীয় সংযোজন। ২০২২ সালে ওলিও ওরোলিও অলিভ অয়েল দিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে ২০২৩ সালে ইসি অর্গানিক সানফ্লাওয়ার অয়েলের মাধ্যমে তা আরও বিস্তৃত হয়। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইস্ট কোস্ট গ্রুপের অংশ হিসেবে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড দেশের মানুষকে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহের মাধ্যমে তাদের পণ্যসম্ভার আরও সমৃদ্ধ ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের ডিরেক্টর মুনিয়া খানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।