এপ্রিলে সালমানের ’টাইগার থ্রি’র শুটিং করবেন শাহরুখ

সালমান খান ও শাহরুখ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৪৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৪৩
বিগত কয়েক বছর দুঃস্বপ্নের মতো কাটিয়েছেন শাহরু খান। পর পর নিজের সিনেমা ফ্লপে মুখ বুজে থেকেছেন, ছক একেছেন ব্যর্থতা থেকে উতরে যেতে। অবশেষে পেরেছেন। শাহরুখ খানের ‘পাঠান’ এখন হিন্দি ছবির সবচেয়ে আয় করা ছবির একটি।
‘পাঠান’ শাহরুখ খানের ছবি হলেও ছবির সাফল্যে ভূমিকা ছিল বলিউড ভাইজান সালমান খানের উপস্থিতি। ছবিতে টাইগার হয়ে সালমান খান হাজির হওয়ার পরই সেটা দর্শকদের কাছে আরও গ্রহনীয় হয়ে উঠেছে। পাঠানে ক্যামিও চরিত্রে এসে যেভাবে শাহরুখকে উদ্ধার করেছেন সেভাবে এবার ভাইজানকে উঠানোর পালা শাহরুখের। মানে এবার সালমান খানের ছবিতেও থাকছেন শাহরুখ।
টাইগার থ্রি-তে বিশেষ ক্যামিও করবেন শাহরুখ খান। এ খবর আগেই নিশ্চিত ছিল। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এপ্রিলে টাইগার থ্রির শুটিংয়ে অংশ নেবেন শাহরুখ। সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবিতে পাঠান হিসেবেই থাকবেন শাহরুখ। এপ্রিলের শেষের দিকে মুম্বাইতে হবে শুটিং।
এদিকে ‘পাঠান’-এ সাফল্যে এখন অনেক বলিউড প্রযোজকই ঠিকই করেছেন, বাজেট বেড়ে গেলেও এক ছবিতে অনেক তারকার সমাবেশ ঘটাবেন তারা। ‘পাঠান’-এ যেমন শাহরুখ, সালমান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন ছিলেন, ভবিষ্যতে এমন বহু তারকাময় ছবি নিয়মিতই হিন্দিতে তৈরি।
- বিষয় :
- শাহরুখ খান
- সালমান খান
- টাইগার থ্রি
- শুটিং