আবদুল্লাহ আল মামুনের জন্মদিনে ‘মেরাজ ফকিরের মা’

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৩ | ১৩:০৪ | আপডেট: ১২ জুলাই ২০২৩ | ১৪:১০
মঞ্চ থেকে টিভি নাটক, কিংবা চলচ্চিত্র। নাট্য রচনা থেকে নির্দেশনা, সবখানেই তার বিচরণ। তিনি আবদুল্লাহ আল মামুন। বহুমাত্রিক এই শিল্পস্রষ্টার ৮১তম জন্মজয়ন্তী পালিত হবে আগামীকাল। তার মত ব্যক্তির জন্মদিন সাদামাটা-ভাবে পালন হবে তা কি করে হয়?
জন্মজয়ন্তী উপলক্ষে তার প্রতিষ্ঠিত নাট্যদল থিয়েটার এদিন বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘আবদুল্লাহ আল-মামুন স্মারক বক্তৃতা’র আয়োজন করেছে। এবারের স্মারক বক্তা বরেণ্য অভিনয়শিল্পী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন থিয়েটার সভাপতি ফেরদৌসী মজুমদার।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হবে থিয়েটারের কালজয়ী প্রযোজনা ‘মেরাজ ফকিরের মা’। আবদুল্লাহ আল-মামুন রচিত ও নির্দেশিত এ নাটকের এটি হবে ২০৫তম প্রদর্শনী। নির্ধারিত মূল্যে টিকেট ক্রয়ে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শণার্থীরা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, তোফা হোসেন, রামেন্দু মজুমদার, শেকানুল ইসলাম শাহী, আপন আহসান, ত্রপা মজুমদার, খুরশীদ আলম, জোয়ারদার সাইফ, কল্যাণ চৌধুরী, রাশেদুল আওয়াল শাওন, তানজুম আরা পল্লী, রবিন বসাক প্রমুখ।
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ ‘মেরাজ ফকিরের মা’ নাটকটি। ভারতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় থিয়েটার প্রযোজিত এ নাটকটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন ছিলেন টেলিভিশান নাটকের একজন পথিকৃৎ। চলচ্চিত্র নির্মাণেও তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও অসংখ্য পদক ও সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন।