সিনেমা দেখে কাঁদলেন সুবর্ণা মুস্তাফা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ১৩:১৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ১৫:৫৯
দেশের নন্দিত অভেনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। এখন অভিনয়ে তিনি অনিয়মিত। তেবে শোবিজ জগতের বিভিন্ন আয়োজনে হাজির হন তিনি। বুধবার (২৩ আগস্ট) রাজধানীর একটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’।
অভিনেত্রী হৃদি হক নির্মিত প্রথম সিনেমা এটি। গত ১৮ আগস্ট থেকে প্রেক্ষাগৃহে চলছে। মুক্তিযুদ্ধ, প্রেম, পরিবার ইত্যাদিকে এই ছবিটিতে একই সূত্রে গেঁথেছেন হৃদি হক। আর সেই আবেগপূর্ণ নির্মাণ দেখে নিজেকে সামলাতে পারেননি সুবর্ণা। আপ্লুত মনে কেঁদে ফেলেন। হল থেকে বের হয়ে হৃদি হককে জড়িয়ে ধরে কেঁদেছেন নন্দিত এই তারকা। এরপর তাৎক্ষণিক প্রশংসাও করেন।
সুবর্ণা মুস্তাফা বললেন, “১৯৭১ সেই সব দিন’ দেখলাম। এটি মাত্র দুই মিনিটেই আমাকে ১৯৭১-এ ফিরিয়ে নিয়ে গেছে। এই ছবির দুটো হিরো আছে; এক- ছবিটি, দুই- এর নির্মাতা হৃদি হক। সে গল্প বলার দুর্দান্ত কৌশল অবলম্বন করেছে।”
এই অভিনেত্রী বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি একপর্যায়ে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম; আমি সত্যিকার অর্থেই কাঁদছিলাম এবং এটা একটি বড় ব্যাপার, কারণ আমি সচরাচর কাঁদি না। আমি মনে করি, ১৯৭১-এর সেই দুর্দশা, মানসিক বিপর্যয়ের কথাগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া খুব জরুরি। আর হৃদি হক সেটা সফলভাবেই করেছে।’
এছাড়া প্রশংসা করেছেন সিনেমাটির অভিনয়শিল্পী ফেরদৌস, সানজীদা প্রীতি, মিলন, সজল, সাজু, লিটু আনাম, তারিনের।
প্রসঙ্গত, ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার মূল ভাবনা ড. ইনামুল হকের। তবে কন্যা হৃদির নির্মাণে ছবিটি দেখার আগে, ২০২১ সালেই মারা গেছেন তিনি। ছবিটি ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল।
- বিষয় :
- সুবর্ণা মুস্তাফা
- ১৯৭১ সেই সব দিন
- হৃদি হক