‘ক্ষমা করে দিয়েন জাকী ভাই, কিছুই করা হয়নি আপনার জন্য’

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৩২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৩২
‘ঘুড্ডি’ সিনেমাকে বলা হয় কালজয়ী সিনেমা। ১৯৮০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল বলেই চলচ্চিত্রি বোদ্ধারা মনে করতেন। সেই সিনেমার নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন ‘ঘুড্ডি’ সিনেমার অভিনেত্রী নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
প্রিয় পরিচালকের মৃত্যুর ফেসবুকে সুবর্ণা লিখেছেন, ‘১৩ তারিখ রাতেও কথা হলো। বুঝিনি এটাই শেষ বার! ক্ষমা করে দিয়েন জাকী ভাই, কিছুই করা হয়নি আপনার জন্য। আমি কেবল গ্রহণই করেছি আপনার আদর, আপনার ভালোবাসা, শিক্ষা। আবার অভিভাবক শূন্য হলাম আমরা। অনেক ভালোবাসি আপনাকে। শান্তিতে ঘুমান আপনি। পরম শ্রদ্ধা।’
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১১টা ৫৩ মিনিটে মারা গেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। এদিন আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
জীবনের শেষ প্রান্তে এসে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেন। একটি 'অপরাজেয় একা' অন্যটি 'ক্রান্তিকাল'। তবে বার্ধক্যজনিত অসুস্থতার কারনে ইচ্ছেমতো ছোটাছুটি করতে পারতেন না সৈয়দ সালাউদ্দীন জাকী। তারপরও তাকে দমানো যায়নি। হুইলচেয়ারে বসেই ক্যারিয়ারের ৭ নম্বর চলচ্চিত্রটি বানান। ‘অপরাজেয় একা’ সেই নামের ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।
- বিষয় :
- সৈয়দ সালাহউদ্দিন জাকী
- সুবর্ণা মুস্তাফা
- শোক