দেশ নাকি পরিবার, কাকে বাঁচাবেন সালমান?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১০:৪৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১০:৪৫
সোমবার মুক্তি পেল সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘টাইগার থ্রি’র ট্রেলার। মাত্র ২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলারে সালমান খান বুঝিয়ে দিয়েছেন পর্দায় ঝড় তুলতে আসছেন তিনি। ধুন্ধুমার অ্যাকশন, রোমান্স ও উত্তেজনায় ভরপুর এই ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে ।
ট্রেলারে দেখা যায় টাইগারকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। ট্রেলারটির শেষ পর্যায়ে ইমরান হাশমিকেও দেখা যায়। তাকে ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে। দেশ কিংবা পরিবার, যে কোনো একটিকে বাঁচাতে পারবেন, এমন কঠিন পরিস্থিতিতেও পড়তে দেখা গেছে টাইগারকে।
‘টাইগার থ্রি’-তে শাহরুখের ‘পাঠান’ চরিত্রটিও থাকবে বলে শোনা গেছে। তবে ট্রেলারে শাহরুখকে দেখা যায়নি। তাই এই বিষয়ে রহস্য রয়েই গেল।
এদিকে সম্প্রতি এক বিবৃতিতে সালমান এ ছবিকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে সালমান বলেছেন, ‘টাইগারের সাহসিকতা এই, সে যেকোনো চ্যালেঞ্জের বিরুদ্ধে অত্যন্ত নির্ভীকভাবে রুখে দাঁড়ায়। সে কিছুতেই পিছু হাটে না। বাস্তবিক ক্ষেত্রে বাঘ যেমন নিজের শিকার ধরার সময় করে। আমার চরিত্র টাইগার কোনো লড়াই থেকে পিছু হটতে জানে না। সে শেষনিশ্বাস পর্যন্ত হার মানবে না। আর নিজের দেশের হয়ে রুখে দাঁড়ানোর জন্য সে-ই হয়তো শেষ ব্যক্তি।’
আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে সুপার হিট ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়েল। দিওয়ালি ছাড়া আরও নানা উৎসবের আবহে ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে। যশরাজ ফিল্মস ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটিকে সুপারহিট করতে উৎসবের দিনগুলো বেছে নিয়েছে।
মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ ছবিতে সালমানের বিপরীতে ‘জোয়া’ রূপে আসতে চলেছেন ক্যাটরিনা কাইফ। এই ফ্র্যাঞ্চাইজিতে সালমান আর ক্যাটের জুটি সবাই দারুণ পছন্দ করেন। ‘টাইগার থ্রি’-তে খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা ইমরান হাসমিকে।
- বিষয় :
- সালমান খান
- টাইগার থ্রি
- ক্যাটরিনা কাইফ