রোজার ঈদে আমার দুই ছবি, কোরবানির ঈদেও দুই ছবি মুক্তি পাবে: রোশান

চিত্রনায়ক জিয়াউল রোশান। ছবি: নায়কের সৌজন্যে
অনিন্দ্য মামুন
প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ১৪:০০ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ | ১৪:০৯
আসন্ন ঈদুল ফিতরে চিত্রনায়ক জিয়াউল রোশান অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে। একটিজসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’, অন্যটিইকবাল পরিচালিত ‘ডেডবডি’। দুটি ছবি নিয়েই কথা হয় তার সঙ্গে
ঈদে আপনার দুটি ছবি মুক্তি পাচ্ছে বলে আওয়াজ দেওয়া হচ্ছে। সত্যিই কি ছবি দুটি মুক্তি পাবে?
সব ঠিক থাকলে দুটি ছবিই মুক্তি পাবে ইনশাল্লাহ্। দুটি ছবিরইপ্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে মুক্তির বিষয়ে আমি শতভাগ নিশ্চিত। মুক্তি উপলক্ষে আজ বিকেলে ‘মায়া: দ্য লাভ’ সিনেমার সংবাদ সম্মেলন হবে। সেখানে ট্রেলার প্রকাশ করা হবে। ঈদে মুক্তি পাবে বলেইছবিটি পুরোপুরি প্রচারণায় নেমেছে। অন্যদিকে ডেডবডি সিনেমাটিও ঈদে মুক্তি নিশ্চিত। এটা প্রচারণায় পিছিয়ে নেই।
সিনেমা দুটিতে কেমন চরিত্রে দেখা যাবে আপনাকে?
প্রথমে বলে নেই দুটি ছবির মধ্যে রোমান্টিক অ্যাকশন ধাঁচের সিনেমা হচ্ছে মায়া: দ্য লাভ। অন্যদিকে ডেডবডিহচ্ছে হরর থ্রিলার টাইপ। মুক্তির আগে সিনেমা দুটিতে আমার চরিত্র সম্পর্কে খুব একটা বলা ঠিক হবে না। শুধু বলব, মায়াতে আমাকে রোমান্টিক চরিত্রে দেখবেন দর্শক। গল্পটি তাদের চেনা মনে হলেও পুরো সিনেমায়ই টুইস্ট পাবেন। ডেডবডির চরিত্রটিও চমৎকার। দর্শকরা চরিত্রটি দেখে মুগ্ধ হবেন।
ঈদে এইযে একডজন ছবি মুক্তির মিছিলে–এতো ছবির ভিড়ে দর্শকআপনার ছবি কেন দেখবেন?
কারণ, দুটিই ভালো ছবি। ভালো গল্পের ছবি। এমন ছবি দর্শকরা দেখেন অতীতে এমন প্রমাণ আছে। দুটি ছবিই তারকাবহুল ছবি। মায়াতে আমার সঙ্গে আছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও শবনম বুবলী। ডেডবডিতে আছেন ওমর সানী ও কলকাতার অন্বেষা। দুটি ছবিই দারুণ দারুণ লোকেশনে শুট করা হয়েছে।
এতো ছবি মুক্তির বিষয়টি কীভাবে দেখছেন
আমি কীভাবে দেখছি এটাতে কিছু ম্যাটার করে না। প্রযোজক ও পরিচালক কীভাবে দেখছেন সেটাই হচ্ছে বড় বিষয়। কারণ তারাই হচ্ছেন সিনেমার বাবা-মা। প্রযোজক সিনেমায় লগ্নি করেন। তিনি যদি মনে করেন এতো ছবির ভিড়ে তাঁর ছবিও ব্যবসা করবে। তাহলে সে মুক্তি দিতেই পারে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ঈদে সর্বসাকল্যে চার বা পাঁচটি সিনেমা মুক্তি পেতে পেরে। এর বেশি পেলে ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি থাকে। কারণ আমাদের তো হল সংখ্যাও কম। এতে কম সংখ্যক হলে এত সিনেমা কীভাবে মুক্তি পায়। তাই শখের বসে বা হেসেখেলে সিনেমা মুক্তি দেওয়া উচিত নয়। সিনেমা মুক্তিটা প্রপার প্ল্যান করেই দেওয়া উচিত।
আপনারও তো দুটি ছবি মুক্তি পাচ্ছে। আপনি এ বিষয়ে প্রযোজকদের কিছু বলেননি?
ওই যে বললাম, এ বিষয়ে আমরা বলার তেমন কেউ নই। আমাদের কাজ অভিনয়টা করা। কখন মুক্তি পাবে, কখন পাবে না এমন সিদ্ধান্ত তো পরিচালক-প্রযোজকরা নেন। তারপরও আমি বলেছিলাম একটি সিনেমা এলে বেটার হয়। এর বেশি তো বলার রাইটস আমারও নেই। তারা এখনই দুটি ছবি মুক্তির উপযুক্ত টাইম মনে করছেন। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি।
আপনার অভিনীত অনেক ছবিই তো মুক্তির অপেক্ষায় রয়েছে...
হ্যাঁ, মুক্তির অপেক্ষায় থাকা আমার সিনেমার তালিকাটা বেশ লম্বা।এমন না যে শুটিং চলছে।সবগুলো ছবিই মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। এরমধ্যে রয়েছে ‘রিভেঞ্জ’, ‘জামদানি’, ‘প্রেমপুরাণ’ ও ‘এক্সকিউজ মি’।এ ছাড়াও ‘তুমি যেখানে আমি সেখানে’র কাজও প্রায় শেষ। ‘পুলসিরাত’-এর শুটিং শুরু হবে।
এরমধ্যে কোনো ছবি অবশ্যই ঈদুল আজহায় মুক্তি দেওয়ার পরিল্পনায় আছে?
হ্যাঁ, ঈদুল আজহাতেওদুটি সিনেমা মুক্তির কথা আছে।
আপনি তো ওটিটিতেও কাজ করছেন?
সিনেমার ফাঁকে ফাঁকে ওটিটিতেও কাজ করছি। মাহমুদুর রহমান হিমির ‘হাইড অ্যান্ড সিক’ নামের ওয়েব ফিল্মে অতিথি চরিত্রে অভিনয় করেছি।এ ছাড়াও‘হারাধনের ১০টি ছেলে’ নামের একটি ওয়েব সিরিজ করেছি বেশি ক’দিন আগে। সেটি শিগগিরই মুক্তি পাবে।
- বিষয় :
- জিয়াউল রোশান
- সিনেমা
- ঢালিউড