ঈদের আনন্দমেলায় সিনেমার কোন নায়কের সঙ্গে নাচবেন তানজিন তিশা?

তানজিন তিশা
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ | ১৪:৩২ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ | ১৪:৫২
অভিনেত্রী হিসেবে দর্শক হৃদয় জয় করেছেন বহু আগে। মাঝে দু-একটি অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবেও দেখা গেছে তানজিন তিশাকে। আরও একবার এই তারকাকে নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানে।
এ আয়োজনে একটি আধুনিক গানের সঙ্গে নেচেছেন তিনি। সেখানে জুটি বেঁধেছেন চলচ্চিত্র অভিনেতা রোশানের সঙ্গে। নাচের কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
এ নিয়ে তানজিন তিশা বলেন, অভিনয়ের মতো নাচের প্রতিও আছে এক ধরনের ভালো লাগা। ‘আনন্দ মেলা’ এমনই একটি অনুষ্ঠান, যা নিয়ে দর্শক আগ্রহের কমতি নেই। সে কারণেই এ আয়োজনে নৃত্যশিল্পী হিসেবে অংশ নেওয়া।
ঈদের দিন রাত সাড়ে ১০টায় বিটিভিতে প্রচার হবে ‘আনন্দ মেলা’।
- বিষয় :
- তানজিন তিশা
- জিয়াউল রোশান
- অভিনেত্রী