ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সাইফের ওপর হামলা

চেহারা বদলে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন শরিফুল: মুম্বাই পুলিশ

চেহারা বদলে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন শরিফুল: মুম্বাই পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ১৭:৫৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ | ১৯:৫৩

চুরির উদ্দেশ্যেই সাইফ আলি খানের বাড়িতে ঢুকেছিলেন শরিফুল ইসলাম। চুরি করে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছে ছিল তার। তদন্তে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। 

পুলিশ জানায়, শরিফুল পাঁচ মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকেন। মুম্বাইয়ের এক হোটেলে কাজ নেন। গত ১৫ ডিসেম্বর তার সেই কাজ চলে যায়। এরপর চুরি করতে সাইফের বাড়িতে ঢোকেন। বলিউড তারকা সাইফের ওপর হামলার পরে বান্দ্রা স্টেশন থেকে চার্চগেটগামী ট্রেনে ওঠেন শরিফুল। তারপর দাদার স্টেশনে গিয়ে নামেন। ওরলিতে পৌঁছানোর পর জানতে পারেন হামলার ঘটনার খবর জানাজানি হয়ে গেছে। শরিফুল তখন তার চেহারা বদলানার সিদ্ধান্ত নেন এবং একটি সেলুনে গিয়ে নিজের চুল কাটান।

মুম্বাই পুলিশ বলছে, জেরায় শরিফুল জানিয়েছেন অভাবের কারণে সাইফের বাড়িতে তিনি চুরি করার সিদ্ধান্ত নেন। তবে কারও ক্ষতি করতে চাননি। তাই পুলিশকে তিনি বাংলাদেশে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এরআগে, ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফ-করিনার বাড়িতে ঢোকেন শরিফুল। সেখানে ধরা পড়ে যান তিনি। বাধা দিতে এলে সাইফের ওপর ঝাঁপিয়ে পড়েন। একের পর এক ছুরিকাঘাত করেন অভিনেতাকে। ঘটনার তিন দিনের মাথায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সূত্র: আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

×