ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

মৌন সমর্থন জানিয়ে দিলেন সালমান খান

মৌন সমর্থন  জানিয়ে দিলেন সালমান খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৩:৫৩

ভারতের কৃষক আন্দোলনের পাশে দাঁড়য়েছেন বলিউড ভাইজান সালমান খান। তবে সেটা একেবারে সরাসরি না। ইঙ্গিতে কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। মাঠে গিয়ে চাষের কাজ করছেন। সেই ছবি আবার ইনস্টাগ্রামে শেয়ার করে কৃষিক আন্দোলনের সঙ্গে সমহমত জানিয়েছেন তিনি। তাতেই ভক্তরা ভাবছেন কৃষক আন্দোলনের প্রতি ভাইজান মৌন সমর্থন দিয়েছেন।  

‌'মাদার আর্থ' লিখে ইনস্টাগ্রামে শেয়ার করাসেই ছবির দেখার পরপরই  ভক্তরা যেন ঝাঁপিয়ে পড়েন মন্তব্য করতে।  ছবির নীচে অনেকেই মন্তব্য করতে শুরু করেন, বর্তমানে যে কৃষক আন্দোলন চলছে প্রায় গোটা দেশ জুড়ে, তার প্রতি সমর্থন জানিয়েই বলিউড ভাইজানের এই পোস্ট। 

কৃষক আন্দোলনের পক্ষে এবং বিপক্ষে ভাগ হয়ে গিয়েছে বলিউড। দিলজিৎ দোসাঞ্জ থেকে প্রিয়াঙ্কা চোপড়া, প্রত্যেকে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। 

অন্যদিকে বিজেপির অভিনেতা সাংসদ সানি দেওল স্পষ্ট জানান, কৃষকদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সরকার তাদের দাবি দাওয়া মিটিয়ে দেবে।

এবার সালমানকে দেখা গেল মাঠে নেমে চাষ করতে। কৃষক আন্দোলনকে সমর্থনের বার্তা দিতেই তিনি ওই ছবি শেয়ার করেছেন বলে ধারণা। যদিও ভাইজান এ বিষয়ে কোন মন্তব্য করেননি।

whatsapp follow image

আরও পড়ুন

×