মিথিলার পোস্ট করা ভিডিওতে নতুন ভূমিকায় সৃজিত
অনুষ্ঠানের মঞ্চে অন্যান্যদের সঙ্গে সৃজিত ও মিথিলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১ | ২২:২৭
টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ছবি পরিচালনা ছাড়াও নানা কাজে পারদর্শী, সেকথা হয়ত এতদিনে অনেকেরই জানা।এর আগে অনেকবার ঘরোয়া আড্ডায় হারমোনিকা বাজাতে দেখা গেছে সৃজিতকে। এবার গান গেয়ে সবাইকে মুগ্ধ করলেন তিনি। আর এমন সুন্দর মুহূর্ত উঠে এসেছে ইন্সটাগ্রামে স্ত্রী রাফিয়াত রাশিদ মিথিলার পোস্ট করা একটি ভিডিওতে।
জানা গেছে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজন করা হয়েছিল 'সিনেমার জন্য গান, গানের জন্য সিনেমা' শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠানের। সেখানেই গায়ক অনুপম রায়ের সঙ্গে গান গাইতে শোনা গেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে।
পেশাদার গায়কের মতোই নিখুঁতভাবে গান গাইতে দেখা গেছে সৃজিতকে। নিজেরই জনপ্রিয় ছবি '২২ শ্রাবণ'-এর 'গভীরে যাও' গানটিতে অনুপম রায়ের সঙ্গে গলা মেলান সৃজিত। সেই মহূর্তেরই একটি ভিডিও ফুটেজ ইন্সটাগ্রামে শেয়ার করেছেন মিথিলা। ভিডিওটি করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।
'সিনেমার জন্য গান, গানের জন্য সিনেমা' অনুষ্ঠানে সৃজিত-মিথিলা ও রাজ চক্রবর্তী ছাড়াও দেখা গেছে গায়ক শিলাজিৎ, গায়িকা জয়তী চক্রবর্তী, উজ্জয়িনী মুখোপাধ্যায়কে। তাদের সঙ্গেও বিভিন্ন গানে গলা মেলান সৃজিত-মিথিলা।
- বিষয় :
- সৃজিত মুখার্জী
- সৃজিত মিথিলা