ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নিকেতন মসজিদে জানাজা, বনানীতে দাফন শাহীন আলমের

নিকেতন মসজিদে জানাজা, বনানীতে দাফন শাহীন আলমের

শাহীন আলম- ফাইল ছবি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ১২:০৩

চলচ্চিত্রাভিনেতা শাহীন আলম আর নেই। সোমবার রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফসাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহীন আলমের নামাজে জানাজা বাদ ফজর নিকেতন মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে ফাহিম নূরে আলম। তিনি জানান, নিকেতনে জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্তানে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন শাহীন আলম। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এরপর অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তবে প্রায় এক একযুগ ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন শাহীন আলম। ব্যস্ত ছিলেন নিজের ব্যবসা নিয়েই।

আরও পড়ুন

×