ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
মঞ্চ কিংবা টেলিভিশন, ওটিটি কিংবা সিনেমা- সবখানেই এখন সরব অভিনেত্রী রুনা খান। তবে এসবের বাইরেও তিনি একজন মডেল। যার ঝলক মাঝেমাঝেই দেখা যায়।
বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী দর্শন রাভাল। বিয়ের তারিখ না জানালেও বিয়ের পর ৫ ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তিনি নিজেই।
দারুণ সব ফ্যাশন সেন্স নিয়ে নিয়মিতই ভক্তদের মুগ্ধ করেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জয়া আহসান। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। মঙ্গলবার শীতের সকালে চোখ আটকে গেল তার ৭ ছবিতে!
নতুন বছরের শুরুতেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ে করেন তিনি। এইহুমূর্তে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন দুজনে।
সিঙ্গেল লাইফ শেষে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। শনিবার দিনভর আলোচনা চললেও সন্ধ্যায় ছবি পোস্ট করে রোজা আহমেদকে বিয়ের কথা জানান তাহসান।
নতুন বছরের শুরুতে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করলেন জনপ্রিয় বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাদের কাজের খবরসহ ব্যক্তি জীবনের নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে।
বছর শেষে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিয়ের ধুম। ৪ ডিসেম্বর নতুন জীবন শুরু করেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি ঠাট্টিলের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেন তিনি।
চিত্রনায়িকা শবনম বুবলীর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। যেখানে বিয়ের সাজে দেখা যাচ্ছে তাঁকে। আর এই ছবি ঘিরে রটে গিছে ফের বিয়ে করেছেন বুবলী!
সৌদি আরবে শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর। জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে দেখা গেছে হলিউড-বলিউডসহ সিনে দুনিয়ার বড় বড় তারকাদের। বাংলাদেশি ছবি নিয়ে সেখানে গেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
শুরু হয়েছে সৌদি আরবে রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর। জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে গত ৫ ডিসেম্বর লালগালিচা ও উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে হলিউড-বলিউডসহ সিনে দুনিয়ার বড় বড় তারকা।