ফ্যাশন
এ সময়ের শার্ট
মোস্তফা কামাল সোহেল
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:০০
প্রকৃতিতে শ্রাবণ মাস চললেও গরম কিন্তু কমেনি। মাঝে মধ্যে বৃষ্টি কিছুটা ভিজিয়ে দেয় ঠিকই, তবুও যেন শীতল পরশ পাওয়া যায় না। আবহাওয়াটাই এমন। উষ্ণতার চাদরে ঘেরা। যাই হোক, এই সময়ে কেমন পোশাক পরলে আরাম পাবেন ভেবেছেন কি? এ সময়ের শার্ট নিয়ে লিখেছেন মোস্তফা কামাল সোহেল
গরমে স্বস্তি পেতে সুতি পোশাকের বিকল্প নেই। ফ্যাশন ডিজাইনার ও আর্টিকেলের স্বত্বাধিকারী জামি আকনের সঙ্গে কথা বলেও ঠিক এমনটাই জানা গেছে। যারা ক্যাজুয়াল শার্ট পরেন এবং অফিসের ফরমাল মিটিংয়ে শার্ট পরতে পছন্দ করেন তাঁরা গরমের এই সময়ে বেছে নিতে পারেন সুতি শার্ট। ফুল হাতার শার্টের তুলনায় হাফ হাতার শার্ট আপনাকে আরাম দেবে। এই আবহাওয়ায় হাফ শার্টে একদিকে যেমন গরম কম লাগবে, অন্যদিকে ফ্যাশনেও ভাটা পড়বে না।
জামি আকন বলেন, 'যুগ যুগ ধরে ফ্যাশন ডিজাইনাররা বিভিন্ন ঋতুভেদে বিভিন্ন পোশাক ডিজাইন করছেন। তারই ধারাবাহিকতায় আমরাও ঋতুভেদে বিভিন্ন পোশাক ডিজাইন করে থাকি। শ্রাবণ মাসের এই সময়টায় আমরা হাফ শার্টের ওপর নজর দিয়ে থাকি, বিশেষ করে সাদার ওপর ডিজাইন করা ও বিভিন্ন ফ্লোরাল ডিজাইনের শার্ট ইদানীং চলছে। তাই এ ধরনের ডিজাইন করে থাকি। তা ছাড়া অফিসের লোকের কথা চিন্তা করে আমরা ফুল হাতা শার্টের ওপর নজর দিয়েও থাকি।'
কটন, ফাইন কটন, লিনেন, অক্সফোর্ড ফেব্রিক, পিন পয়েন্ট অক্সফোর্ড ফেব্রিক, পপলিন ফেব্রিকের শার্ট হয়ে থাকে। এসব ফেব্রিকের ভেতর দিয়ে সহজে বাতাস চলাচল করে। গরম কিংবা বৃষ্টির দিনে এ ধরনের কাপড়ের শার্ট বেছে নিতে পারেন।
রঙের প্রাধান্য
গরমে আরাম পেতে সাদা, অফ হোয়াইট, নীল, লাইট পার্পেল, হালকা জলপাই, আকাশি, হালকা গোলাপি, হালকা নীল, বাদামি, হালকা হলুদ, ধূসর ইত্যাদি রঙের শার্ট বেছে নিতে পারেন। ফরমাল মিটিং ও অফিসে পরার জন্য এক রঙা শার্ট কিন্তু মন্দ হবে না। ক্যাজুয়ালি পরার জন্য বিভিন্ন প্রিন্টের শার্ট বেছে নিতে পারেন। ফ্যাশন হাউসগুলোও এই ধরনের রংগুলোকে প্রাধান্য দিয়ে শার্ট নিয়ে এসেছে।
নকশা ও প্যাটার্ন
এ সময়ে ফ্যাশন হাউসগুলো চেক, স্ট্রাইপসহ বিভিন্ন ডিজাইনের শার্ট নিয়ে এসেছে। এক রঙের শার্টের পাশাপাশি অন্যান্য ডিজাইনও আছে। ফ্যাশন সচেতন তরুণ প্রজন্মের কাছে প্রিন্টের শার্টে জ্যামিতিক মোটিফ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানান জামি আকন।
বৃষ্টির দিনগুলোতে একটু রঙিন, প্রিন্ট করা ইত্যাদি পোশাক ব্যবহার করা ভালো। এতে বৃষ্টিতে ভিজলেও খুব একটা বোঝা যাবে না। সাদা পোশাকে ময়লা লাগলে স্পষ্ট বোঝা গেলেও রঙিন প্রিন্ট করা পোশাকে অতটা বোঝা যায় না। গরমে একরঙা, ছাপার বা চেক কাপড়ের শার্ট খুব আরামদায়ক। একটু ঢিলেঢালা শার্ট পরলে ঘামে কাপড় নষ্ট হওয়ার ভয় থাকে না।
শার্টের যত্ন নেবেন যেভাবে
বাইরে থেকে এসে শার্ট বাতাসে শুকিয়ে নিন। ময়লা হয়ে গেলে সাবান পানির সাহায্যে ধুয়ে নিন শার্ট।
সাদা শার্টে যেন ডিওডোরেন্ট না লাগে, সেদিকে সতর্ক থাকবেন। নয়তো দাগ লেগে যাবে। ডিওডোরেন্ট পুরোপুরি শুকিয়ে গেলে শার্ট গায়ে জড়াবেন।
সাদা ও হালকা রঙের শার্টের সঙ্গে অন্যান্য রঙিন কাপড়চোপড় ভেজাবেন না। এতে রং ছড়িয়ে পড়তে পারে। রং ছড়িয়ে পড়লে শার্ট পরার অনুপযোগী হয়ে যাবে।
শার্ট ধোয়ার পর কড়া রোদে শুকিয়ে নিন। কোর্ট হ্যাঙ্গারে ঝুলিয়ে দিন শার্ট। এতে ভালো থাকবে পোশাক। া
মডেল:রেজা শাহীন
ছবি:আরাফাত শ্রাবণ
গরমে স্বস্তি পেতে সুতি পোশাকের বিকল্প নেই। ফ্যাশন ডিজাইনার ও আর্টিকেলের স্বত্বাধিকারী জামি আকনের সঙ্গে কথা বলেও ঠিক এমনটাই জানা গেছে। যারা ক্যাজুয়াল শার্ট পরেন এবং অফিসের ফরমাল মিটিংয়ে শার্ট পরতে পছন্দ করেন তাঁরা গরমের এই সময়ে বেছে নিতে পারেন সুতি শার্ট। ফুল হাতার শার্টের তুলনায় হাফ হাতার শার্ট আপনাকে আরাম দেবে। এই আবহাওয়ায় হাফ শার্টে একদিকে যেমন গরম কম লাগবে, অন্যদিকে ফ্যাশনেও ভাটা পড়বে না।
জামি আকন বলেন, 'যুগ যুগ ধরে ফ্যাশন ডিজাইনাররা বিভিন্ন ঋতুভেদে বিভিন্ন পোশাক ডিজাইন করছেন। তারই ধারাবাহিকতায় আমরাও ঋতুভেদে বিভিন্ন পোশাক ডিজাইন করে থাকি। শ্রাবণ মাসের এই সময়টায় আমরা হাফ শার্টের ওপর নজর দিয়ে থাকি, বিশেষ করে সাদার ওপর ডিজাইন করা ও বিভিন্ন ফ্লোরাল ডিজাইনের শার্ট ইদানীং চলছে। তাই এ ধরনের ডিজাইন করে থাকি। তা ছাড়া অফিসের লোকের কথা চিন্তা করে আমরা ফুল হাতা শার্টের ওপর নজর দিয়েও থাকি।'
কটন, ফাইন কটন, লিনেন, অক্সফোর্ড ফেব্রিক, পিন পয়েন্ট অক্সফোর্ড ফেব্রিক, পপলিন ফেব্রিকের শার্ট হয়ে থাকে। এসব ফেব্রিকের ভেতর দিয়ে সহজে বাতাস চলাচল করে। গরম কিংবা বৃষ্টির দিনে এ ধরনের কাপড়ের শার্ট বেছে নিতে পারেন।
রঙের প্রাধান্য
গরমে আরাম পেতে সাদা, অফ হোয়াইট, নীল, লাইট পার্পেল, হালকা জলপাই, আকাশি, হালকা গোলাপি, হালকা নীল, বাদামি, হালকা হলুদ, ধূসর ইত্যাদি রঙের শার্ট বেছে নিতে পারেন। ফরমাল মিটিং ও অফিসে পরার জন্য এক রঙা শার্ট কিন্তু মন্দ হবে না। ক্যাজুয়ালি পরার জন্য বিভিন্ন প্রিন্টের শার্ট বেছে নিতে পারেন। ফ্যাশন হাউসগুলোও এই ধরনের রংগুলোকে প্রাধান্য দিয়ে শার্ট নিয়ে এসেছে।
নকশা ও প্যাটার্ন
এ সময়ে ফ্যাশন হাউসগুলো চেক, স্ট্রাইপসহ বিভিন্ন ডিজাইনের শার্ট নিয়ে এসেছে। এক রঙের শার্টের পাশাপাশি অন্যান্য ডিজাইনও আছে। ফ্যাশন সচেতন তরুণ প্রজন্মের কাছে প্রিন্টের শার্টে জ্যামিতিক মোটিফ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানান জামি আকন।
বৃষ্টির দিনগুলোতে একটু রঙিন, প্রিন্ট করা ইত্যাদি পোশাক ব্যবহার করা ভালো। এতে বৃষ্টিতে ভিজলেও খুব একটা বোঝা যাবে না। সাদা পোশাকে ময়লা লাগলে স্পষ্ট বোঝা গেলেও রঙিন প্রিন্ট করা পোশাকে অতটা বোঝা যায় না। গরমে একরঙা, ছাপার বা চেক কাপড়ের শার্ট খুব আরামদায়ক। একটু ঢিলেঢালা শার্ট পরলে ঘামে কাপড় নষ্ট হওয়ার ভয় থাকে না।
শার্টের যত্ন নেবেন যেভাবে
বাইরে থেকে এসে শার্ট বাতাসে শুকিয়ে নিন। ময়লা হয়ে গেলে সাবান পানির সাহায্যে ধুয়ে নিন শার্ট।
সাদা শার্টে যেন ডিওডোরেন্ট না লাগে, সেদিকে সতর্ক থাকবেন। নয়তো দাগ লেগে যাবে। ডিওডোরেন্ট পুরোপুরি শুকিয়ে গেলে শার্ট গায়ে জড়াবেন।
সাদা ও হালকা রঙের শার্টের সঙ্গে অন্যান্য রঙিন কাপড়চোপড় ভেজাবেন না। এতে রং ছড়িয়ে পড়তে পারে। রং ছড়িয়ে পড়লে শার্ট পরার অনুপযোগী হয়ে যাবে।
শার্ট ধোয়ার পর কড়া রোদে শুকিয়ে নিন। কোর্ট হ্যাঙ্গারে ঝুলিয়ে দিন শার্ট। এতে ভালো থাকবে পোশাক। া
মডেল:রেজা শাহীন
ছবি:আরাফাত শ্রাবণ