অভিনয়ে স্বীকৃতি
নন্দন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ২২:৫৭
গানের মানুষ সেলেনা গোমেজ এবার অভিনয়ের জন্য পেয়েছেন 'গোল্ডেন গ্লোব' মনোনয়ন। ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারে 'বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আ টেলিভিশন সিরিজ-মিউজিক্যাল অর কমেডি' ক্যাটাগরিতে মনোনীত হন সেলেনা। 'অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং' সিরিজে 'মাবেল মোরা' চরিত্রের জন্য সেলেনা এ মনোনয়ন পেলেন।
- বিষয় :
- সেলেনা গোমেজ
- গোল্ডেন গ্লোব