ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

এই শাহরুখ অন্যরকম

এই শাহরুখ অন্যরকম

'পাঠান' ছবিতে শাহরুখ খান

উপমা পারভীন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ২২:৫৪

বয়স ৫০ পার হয়ে যাওয়ার পর থেকে পর্দায় নিজের অভিনয় নিয়ে যেন পরীক্ষা-নিরীক্ষায় আরও মনোযোগী হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ৫৭ বছরেও তাই নতুন করে সিক্স-প্যাক অ্যাবসে তাঁকে দেখে বিমোহিত অনুরাগীরা। শাহরুখের এই শারীরিক রূপান্তর নিয়ে বিশ্বজুড়ে কথা হচ্ছে। এ ছবির জন্য এই বয়সে তিনি কতটা পরিশ্রম করেছেন, তা দেখা গেছে টিজারে। যদিও বলিউড বাদশাহ তাঁর এই কামব্যাক ছবির জন্য কতটা পরিশ্রম করছেন, তার ঝলক নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই পোস্ট করেছিলেন। ছবির পরিচালক সিদ্ধার্থের মতে, ছবির টিজার আর গান দেখে শাহরুখ এখন যে প্রশংসা পাচ্ছেন, তার জন্য তিনি নিজেকে কত বড় চ্যালেঞ্জের মুখে ঠেলেছেন- তা পুরো টিম জানে।

বলিউডের এই বাদশাহকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'ফ্যান' ছবিতে। মাঝে চার বছর কেটে গেছে। তাঁর নতুন ছবি মুক্তির জন্য অধীর অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। ভক্তদের জন্য এলো সুখবর। 'পাঠান'-এ ফিরছেন শাহরুখ। যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এ ছবি। এরই মধ্যে প্রকাশ হয়েছে ছবির টিজার ও একটি গান। যেখানে অন্যরকম লুকে ধরা দিয়েছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। ধর্মহীন-জাতিহীন 'পাঠান'-এর একমাত্র ধ্যানজ্ঞান নিজের দেশকে রক্ষা করা। দেশের জন্য সব করতে প্রস্তুত পাঠান। যশরাজ ফিল্মসের এই ছবিতে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। এর আগে তিনটি ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেন। সব সুপারহিট। এদিকে আগামী বছর হবে শাহরুখময়। কারণ, শাহরুখ অভিনীত 'জওয়ান' মুক্তি পাবে আগামী বছরের জুনে। বছরের শেষে আসবে তাঁর 'ডাঙ্কি'।

whatsapp follow image

আরও পড়ুন

×