আরও এক পৃথিবী
তাসনিয়া ফারিণ
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ২২:৪০
আজ ঢাকা, নয়তো কাল ঢাকার বাইরে- এভাবে ব্যস্ত দিন কাটাচ্ছেন তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ব্যস্ত ভিকি জাহেদের পরিচালনায় আসছে ঈদের একটি নাটকের কাজ নিয়ে। শুটিংয়ের ফাঁকে ফারিণ বলেন, 'ঈদ আসছে। দম ফেলার ফুরসত নেই। বলা যায়, দৌড়ের ওপর আছি। আপনারা জানেন, কিছুদিন আগে আমার ওপরে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে কয়েক দিন বিরতিতে ছিলাম। অনেক কাজই করতে পারিনি।
আলহামদুলিল্লাহ। আগের চেয়ে অনেক সুস্থ এখন, তাই পুরোদমে কাজে ফিরেছি। ফিরেই শুরু হয়েছে ঈদকেন্দ্রিক কাজের ব্যস্ততা। বেশ কয়েকটি কাজ হাতে রয়েছে। নিজের পছন্দসই কিছু গল্পে অভিনয় করছি।'
টিভি নাটকের পাশাপাশি বছরখানেক ধরে নাটক, টেলিছবির চেয়ে ওটিটির কাজে মনোযোগী ফারিণ। 'লেডিস অ্যান্ড জেন্টলমেন', 'নেটওয়ার্কের বাইরে', 'নিঃশ্বাস' ও 'কারাগার' দিয়ে নিজের জাত চিনিয়েছেন। ওয়েব মাধ্যমে আবারও অভিনয়ের ঝলক নিয়ে আসছেন এই অভিনেত্রী। আজ ২২ ডিসেম্বর ওটিটি মাধ্যম হইচইতে মুক্তি পাবে 'কারাগার'-এর দ্বিতীয় কিস্তি। প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও দর্শকের মনে দাগ কাটবে বলে মনে করছেন ফারিণ। এ ছাড়া শিগগিরই শুরু করবেন 'নিকষিত' ওয়েব ছবির কাজ। ওটিটি প্ল্যাটফর্ম 'দীপ্ত প্লে'র জন্য এটি নির্মাণ করছেন রুবেল হাসান। নারীকেন্দ্রিক গল্পের এই ওয়েব ছবির দৃশ্যধারণ প্রথমে শুরু হবে ঢাকায়। পরে সুন্দরবন ও সাতক্ষীরার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হবে বলে জানান এই অভিনেত্রী।
বছরের শেষ সময়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন ফারিণ। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত প্রথম সিনেমা 'আরও এক পৃথিবী'। বড় পর্দায় তাঁকে দেখার অপেক্ষার অবসান হতে চলেছে। সিনেমার পোস্টার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। এতে চেনাজানা লুকের বাইরে একেবারে ভিন্নরূপে হাজির হয়েছেন তিনি। সিনেমাটি নিয়ে ফারিণ বলেন, "প্রথম সবই তুলনাহীন। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলছে। সিনেমায় আমার অভিষেক হচ্ছে। অসাধারণ গল্পে এই সিনেমায় 'প্রতীক্ষা' নামে এক তরুণীর চরিত্রে আমাকে দেখা যাবে। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি।
সে নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ায়। এটি নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের বরেণ্য নির্মাতা অতনু ঘোষ। এমন একজন গুণী নির্মাতাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। এতে আমার সহশিল্পী ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসুর মতো অভিনয়শিল্পীরা। প্রায় ২০ দিন সিনেমার শুটিং করেছি। ৩৭টি লোকেশনে লন্ডনেই পুরো ছবির কাজ হয়েছে। সবকিছু মিলিয়ে ভালো কিছু হবে- এ আশা করাই যায়। শুনেছি, ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে।' এর আগে 'রবিবার' ও 'বিনি সুতোয়' নামে অতনু ঘোষের আলোচিত দুই সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান বাংলাদেশের আরেক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। একই নির্মাতার পরিচালিত সিনেমায় ফারিণ কতটা দর্শকনন্দিত হতে পারেন, তা দেখার অপেক্ষায় এখন ভক্ত-দর্শকরা।
ক্যারিয়ারের খুব বেশি সময় পাড়ি দেননি ফারিণ। এরই মধ্যে টিভি পর্দা কিংবা ওয়েবের প্রিয় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তারকাখ্যাতি কতটা উপভোগ করেন? 'প্রথমত নিজেকে কখনও তারকা অভিনেত্রী হিসেবে ভাবিনি। সব সময় একজন ভালো অভিনেত্রী হিসেবে সবার হৃদয়ে বেঁচে থাকতে চেয়েছি। কেউ যখন আমার অভিনীত চরিত্রের নামে চেনে বা নির্দিষ্ট কোনো সংলাপ আউড়ে যায় অথবা আমার কোনো দৃশ্য ভালো লাগার কথা বলেন- একজন অভিনেত্রী হিসেবে সেটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে হয়। ভক্তদের ভালোবাসা বেশ উপভোগ করি।
ভালো অভিনয় করতে পারি- সে দাবি করছি না। যতটুকু কাজ করি, ততটুকুই গুরুত্ব দিয়ে করার চেষ্টা করি। এই চেষ্টাই হয়তো নির্মাতাদের পছন্দ হয়েছে।' তারকাদের কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিজীবন সম্পর্কে জানতেও উন্মুখ হয়ে থাকেন ভক্তরা। প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের প্রশ্নের বাণ ফারিণের দিকে ছুড়ে দিলেও প্রশ্নটি যেন তার পাশ ঘেঁষেই চলে গেল। বলেন, 'এসব বিষয় একদমই মাথায় নেই। সৃষ্টিকর্তা যা কপালে লিখে রেখেছেন, তা-ই হবে। এখন ভাবনাজুড়ে অভিনয়। অভিনয়ই ধ্যানজ্ঞান।' আলাপে আলাপে নতুন বছরে প্রত্যাশার কথাও জানালেন তিনি। তাঁর ভাষ্যে, 'ভালোমন্দ মিলিয়েই ছিল বিদায়ী বছর। সিনেমায় কাজ শুরু করেছি। ওয়েব মাধ্যমের দর্শক আমাকে গ্রহণ করেছেন। নতুন বছরেও যেন আরও ভালো ভালো কাজ করতে চাই। পরিবার নিয়ে যেন সুস্থ থাকতে পারি- এটাই মনেপ্রাণে চাওয়া। নতুন বছরে হয়তো আরও কিছু যোগ হবে ক্যারিয়ারে। দেখা যাক কী হয়।'
- বিষয় :
- তাসনিয়া ফারিণ
- অভিনেত্রী
- টিভি নাটক
- টেলিছবি