ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

পনেরোটি নতুন বই

পনেরোটি নতুন বই

--

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০

টুঙ্গিপাড়ার খোকাবাবু
ছড়া-কবিতার এই বইটি লিখেছেন প্রিয় লেখক মুহম্মদ নূরুল হুদা। এর প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। ২৫০ টাকা দামের এই বইটি প্রকাশ করেছে ঝিঙেফুল।
গল্পগুলো জাতির পিতার
প্রিয় লেখক শরীফ খানের লেখা এই বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী খসরু। ঝিঙেফুল থেকে প্রকাশিত বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা।
ফেরা
কিশোর উপন্যাসটি লিখেছেন প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। এর প্রচ্ছদ করেছেন শিল্পী রাফিউজ্জামান রিদম। ৩৬০ টাকা দামের এই বইটি প্রকাশ করেছে তাম্রলিপি প্রকাশনী।
সাত রকম সাতটা মজার গল্প
পশুপাখি নিয়ে সাত রকমের সাতটি গল্পের এই বইটি লিখেছেন লেখক কাজী কেয়া। এর প্রচ্ছদ ও অলংকরণ করেছেন কাওছার মাহমুদ। সম্প্রীতি প্রকাশন থেকে প্রকাশিত বইটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা।
পতাকায় দিদিভায়ের মুখ
কিশোর উপন্যাসটি লিখেছেন লেখক সঙ্গীতা ইমাম। ৩০০ টাকা দামের বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লি.। এর প্রচ্ছদ করেছেন শিল্পী গৌতম ঘোষ।
অরই
প্রিয় লেখক ধ্রুব এষের এই গল্পের বইটি প্রকাশ করেছে ময়ূরপঙ্খি। ৩৫০ টাকা দামের এই বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী শ্রেয়া সেন।
সবার জন্যে বই
নাজিয়া জাবীনের লেখা গল্পের বইটির প্রকাশক সিসিমপুর। ৩০০ টাকা দামের এই বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী বিজয় চন্দ।
স্বপ্নের মানুষটা সামনে দাঁড়িয়ে
চন্দনকৃষ্ণ পালের লেখা এই বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী আলমগীর জুয়েল। ১২০ টাকা দামের এই বইটির প্রকাশক আনন।
নদী মা
আদিবাসী লোককথার এই বইটি লিখেছেন সালেক খোকন। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী নাজমুল আলম মাসুম। ২০০ টাকা দামের বইটি প্রকাশ করেছে ইকরিমিকরি।
প্রজাপতি উৎসব
এই গল্পের বইটির লেখক নাসরিন মুস্তাফা। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী শাহ্‌ আবেশ রহমান। সিসিমপুর থেকে প্রকাশিত বইটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা।
ছোটদের মিনি ছড়া
লেখক গোলাম নবী পান্নার লেখা এই ছড়ার বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী আলমগীর জুয়েল। প্রতিবিম্ব থেকে প্রকাশিত বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা।
সেলফি মেয়ে
গল্পের বইটি লিখেছেন অদ্বৈত মারুত। এর প্রচ্ছদ ও অলংকরণ করেছেন কাওছার মাহমুদ। ২০০ টাকা দামের বইটির প্রকাশক বইবাংলো।
হা হা হি হি হো হো
এই গল্পের বইয়ের লেখক মাসুম মাহমুদ। ময়ূরপঙ্খি থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী অদ্রিজা ঘোষ। এর দাম রাখা হয়েছে ৩৫০ টাকা।
বাচ্চা ভূত টুনু
চান্দ্রেয়ী পাল মমর লেখা গল্পের বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী আলমগীর জুয়েল। ২০০ টাকা দামের বইটির প্রকাশক আনন।
রোবট এলো মেরিন গ্রহে
শাকিব হুসাইনের লেখা সায়েন্স ফিকশনটির প্রচ্ছদ করেছেন শিল্পী মোমিন উদ্দীন খালেদ। ২০০ টাকা দামের এই বইটি প্রকাশ করেছে ছোটদের সময়।
হ হাসান আশিক

আরও পড়ুন

×