করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার উদ্বেগ থেকে যুক্তরাজ্যের সঙ্গে আপাতত সব ফ্লাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতও। যুক্তরাজ্যে ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি সৌদি আরবও এরইমধ্যে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করেছে।

ভারত আপাতত ২৩ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে প্লেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্য ভ্রমণেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। খবর এনডিটিভির

৩১ ডিসেম্বর রাত প্রায় ১২টা পর্যন্ত যুক্তরাজ্য থেকে কোনো প্লেন ভারতে প্রবেশ করতে পারবে না। আবার ভারত থেকেও কোনো প্লেন যুক্তরাজ্যে যাবে না।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের প্রাদুর্ভাব হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাজ্যের সঙ্গে আপাতত প্লেন চলাচল বন্ধ করতে কেন্দ্রের কাছে আবেদন জানান দিল্লির মুখ্যমন্ত্রী। এরপরই সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে প্লেন পরিষেবা মন্ত্রণালয়।

মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এর আগ পর্যন্ত যুক্তরাজ্য থেকে ভারতে পৌঁছানো যাত্রীদের বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে আরটিপিসিআর পরীক্ষা করতে হবে।

গত শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিজ্ঞানীরা দেশটিতে করোনাভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত হওয়ার বলেন, এটি করোনাভাইরাসের মূল ধরন থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক।

এরপরই গোটা বিশ্বে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যের সঙ্গে এরইমধ্যে সাময়িকভাবে প্লেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালিসহ ইউরোপের একাধিক দেশ।