ইসরায়েল ও ইউক্রেন যুদ্ধে সহায়তার ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ১৬:৫৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ০৪:২৮
একসঙ্গে নিজের দুই মিত্র ইসরায়েল ও ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। সোমবার ব্রিটিশ ব্রডকাস্টার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েলের পাশে থাকার পাশাপাশি ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইয়েলেন।
জ্যানেট ইয়েলেন বলেন, ইসরায়েলকে একই সঙ্গে সমর্থন ও সামরিক সহায়তা দিয়ে যাওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমরা ইউক্রেনকেও সমর্থন দেওয়া অব্যাহত রাখব এবং আমাদের সেটি করতেই হবে।
দুটি যুদ্ধে একসঙ্গে অর্থ খরচ করার আর্থিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। এটাই বাইডেন প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার। এখন এ-সংক্রান্ত আইন পাস করার দায়িত্ব পার্লামেন্টের।
যদিও তিনি মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘ সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়ে শঙ্কা জানিয়েছেন। পশ্চিমা দেশগুলোতে গত এক বছরে জীবনযাত্রার খরচ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাসের বাজারকে আরও অস্থির করে তুলতে পারে।
ইসরায়েল-হামাসের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তাঁর দেশের ওপর থেকে ‘আন্তর্জাতিক মনোযোগ’ সরে যাওয়া উচিত নয়।
- বিষয় :
- ইসরায়েল
- ইউক্রেন
- যুদ্ধ
- যুক্তরাষ্ট্র