মিয়ানমার
অস্ত্র ত্যাগ করে বিদ্রোহীদের সংলাপে বসার আহ্বান জান্তা সরকারের

জেনারেল মিন অং হ্লাইং। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৫৪
মিয়ানমারে বিদ্রোহীদের অস্ত্র ত্যাগ করে রাজনৈতিক সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জান্তা সরকার। তবে তা নাকচ করে দিয়েছেন বিদ্রোহীরা। খবর আল জাজিরার।
মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে রক্তপাতহীন এক সেনা অভ্যুত্থান সংঘটিত হয়। অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটি শাসন করছে সেনাবাহিনী–সমর্থিত দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল (এসএসি)।
ওই অভ্যুত্থানের পর মিয়ানমারে সহিংসতা ছড়িয়ে পড়ে। সাড়ে তিন বছর পরও এখনো দেশটির বিভিন্ন স্থানে সেনাদের সঙ্গে সশস্ত্র জাতিগত গোষ্ঠীগুলো ও বিদ্রোহী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) রক্তক্ষয়ী লড়াই চলছে। এমন প্রেক্ষাপটে জান্তা সরকারের পক্ষ থেকে এ আহ্বানকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মিয়ানমারের সশস্ত্র সংগঠনগুলো গত অক্টোবর থেকে সমন্বিতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। ইতিমধ্যে দেশের এক বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। দ্রুতই জান্তার ওই আহ্বান প্রত্যাখ্যান করেছে সু চি সরকারের নির্বাচিত আইনপ্রণেতাদের নিয়ে গঠিত দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)।
এনইউজির মুখপাত্র নে ফোন ল্যাট বলেছেন, জান্তার এ আহ্বান বিবেচনা করার মতো নয়।
- বিষয় :
- মিয়ানমার
- জান্তা সরকার
- জান্তা
- বিদ্রোহী
- আলোচনা