পিপল পাওয়ার পার্টির প্রধান
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে না সরালে জনগণ বড় বিপদে পড়বে
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং হুন। ছবি-পিবিএস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ১০:৩৪
যদি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে না সরানো হয় তাহলে দেশের জনগণ বড় বিপদে পড়বে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং হুন। স্থানীয় সময় শুক্রবার তিনি এ কথা বলেন। খবর এএফপির
ইউন প্রেসিডেন্ট হিসেবে থাকলে সামরিক আইন জারির মতো ঘটনা আরও ঘটতে পারে এমন কথা জানিয়ে তিনি বলেন, সামরিক আই জারির প্রচেষ্টা রিপাবলিক অব কোরিয়া ও এ দেশের জনগণকে বড় বিপদে ফেলবে।
হান ডং হুন টিভিতে প্রচারিত এক বক্তব্যে আরও বলেন, সামরিক আইন জারি করার রাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করার নির্দেশ দিয়েছিলেন। রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করে তিনি তাঁদের আটক করার নির্দেশ দেন। এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
এদিকে বিরোধী জোট প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে অভিশংসন করতে আগামী শনিবার পার্লামেন্টে ভোটাভুটি করতে চায়। তবে দ্বিধাবিভক্ত ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টি অভিশংসনের পক্ষে ভোট না দেওয়ার কথা জানিয়েছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেছেন। নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সৌদি আরবে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চোই বিয়াং-হিয়াক।
- বিষয় :
- দক্ষিণ কোরিয়া
- সামরিক শাসন জারি
- প্রেসিডেন্ট