নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে ফ্রান্স, নাম ঘোষণা আজই
ছবি- প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ১০:৪২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ | ১০:৫২
সাম্প্রতিক রাজনৈতিক সংকটে ফ্রান্সেরসাম্প্রতিক রাজনৈতিক সংকটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবারের মধ্যেই ঘোষণা করবেন নতুন প্রধানমন্ত্রীর নাম। শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি।শুক্রবারের মধ্যেই ঘোষণা করবেন নতুন প্রধানমন্ত্রীর নাম। শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি।
এর আগে চলতি মাসের শুরুতে দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেন তারপর দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার সকালে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে তার কার্যালয় থেকে জানা গেছে। ম্যাক্রোঁ পোল্যান্ড সফর থেকে তাড়াতাড়ি ফিরে আসার পরে বৃহস্পতিবার এলিসি প্রেসিডেনশিয়াল প্যালেস জানায়, “নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার বিবৃতি আগামীকাল সকালে প্রকাশিত হবে।”
এদিকে বার্নিয়ের পদত্যাগের পরপরই ম্যাক্রোঁর পদত্যাগের দাবিও উঠেছিল। কারণ ম্যাক্রোঁর অনেক রাজনৈতিক বিরোধীই মনে করেন, ফরাসি এই প্রেসিডেন্টের পদত্যাগ দেশে রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাবে।
কিন্তু সেই দাবি প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ২০২৭ সালে ‘মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত’ তার পদে থাকার অঙ্গীকার করেন।
প্রধানমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ কার নাম ঘোষণা করতে পারেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে আলোচনার শীর্ষে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটেইলেউ এবং মধ্যপন্থি সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ফ্রাঁসোয়া বায়রু।