বিয়ে করলেন জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট

জেফ বেজোস ও তার সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ০৩:২৫ | আপডেট: ০৮ মার্চ ২০২১ | ০৪:৫৯
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট বিয়ে করেছেন। সিয়াটলের এক বিজ্ঞান শিক্ষককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি।
লেকসাইড নামে একটি বেসরকারি স্কুলের রসায়নের শিক্ষক ড্যান জেউইট ‘গিভিং প্লেজ’ ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় ম্যাকেঞ্জির সঙ্গে তার বিয়ের কথা জানান। খবর ফোর্বসের
ড্যান জেউইট লিখেছেন, 'আমার দেখা অন্যতম এক মহৎ ও দয়ালু মানুষকে বিয়ে করেছি। অন্যদের জন্য বিপুল পরিমাণ সম্পদ দান করার প্রতিজ্ঞায় তার সঙ্গে যোগ দিয়েছি।'
এদিকে বিয়ের খবর পেয়ে অ্যামাজন মুখপাত্রের মাধ্যমে ড্যান-ম্যাকেঞ্জি নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন জেফ বেজোস। লেকসাইড স্কুলেই পড়াশোনা করেন জেফ ও ম্যাকেঞ্জির ৪ সন্তান।
বিশ্বের প্রথম সারির ধনকুবের ও প্রভাবশালী নারীদের মধ্যে ম্যাকেঞ্জি অন্যতম। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্যমতে, ৫০ বছর বয়সী ম্যাকেঞ্জি স্কট বিশ্বের ২২তম ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ৫ হাজার ৩৫০ কোটি ডলারের।
অ্যামাজন কর্তা জেফের সঙ্গে বিচ্ছেদের পর ম্যাকেঞ্জি তার অর্থে অন্যদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই নিয়ে ‘দ্য গিভিং প্লেজ’ নামে একটি প্রচারেও যোগ দেন তিনি। এই সাইটটি তৈরি করেন বিল গেটস, মেলিন্ডা গেটস ও ওয়ারেন বাফেট।
জেফের সঙ্গে ম্যাকেঞ্জি ২৫ বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর অ্যামাজনের ৪ শতাংশ শেয়ারের মালিক হন ম্যাকেঞ্জি, ওই সময় যার মূল্য ছিল ৩ হাজার ৫০০ কোটি ডলার।
গত ডিসেম্বরে করোনা মহামারির সময় ম্যাকেঞ্জি শতাধিক সংস্থায় ৪১০ কোটি ডলার দান করেন। তারও আগে ২০২০ সালের জুলাইয়ে ১১৬টি অলাভজনক সংস্থা, বিশ্ববিদ্যালয় ও কমিউনিটি ডেভেলপমেন্ট সংস্থায় ১৬৮ কোটি ডলার দান করেন তিনি।
- বিষয় :
- অ্যামাজন
- ম্যাকেঞ্জি স্কট
- জেফ বেজোস
- বিয়ে