শীতে ঘরের পর্দা দিয়েই চালাতে পারবেন রুম হিটারের কাজ
ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৩:০৫ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৩:৩৯
শহরেও চলে এসেছে শীতের আগমনী বার্তা । লেপ কম্বল বের করে ফেলেছেন অনেকেই। আবার শীতের মরসুমে ঘর গরম রাখতে অনেক ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে। শীতে রুম হিটার ও ব্লোয়ার দেখা যায়। হিটার এবং ব্লোয়ার ব্যবহার করার ফলে কেবল উচ্চ বিদ্যুতের বিল আসে না, স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। পর্দার বুদ্ধিদীপ্ত ব্যবহার করে সহজ পদ্ধতিতে রুম হিটার ও ব্লোয়ার ছাড়াও ঘর গরম রাখতে পারেন।
১। সূর্যের রোদকে কাজে লাগাতে পারেন। সকালে যখন ঘরে রোদ আসে সেই সময় পর্দা খুলে দিন। রোদ চলে গেলেই জানলা বন্ধ করে পর্দা টেনে দিন ভাল ভাবে। তাতে ঘরের তাপমাত্রা বজায় থাকবে।
২। বাজারে এখন থার্মাল পর্দা পাওয়া যায়। মোটা কাপড়ে বিশেষ ভাবে তৈরি ওই পর্দা বাইরের ঠান্ডা বা গরম ভাবকে পর্দার অপর দিকে আসতে দেয় না। এতেও ঘরের তাপমাত্রা বজায় রাখা যাবে।
৩। জানলায় দু’রকম পর্দা ব্যবহার করা যেতে পারে। কাপড়ের একটি পর্দা, যেটি অপেক্ষাকৃত ছোটও হতে পারে, তা দিয়ে জানলার অর্ধেক ঢেকে রাখুন। বাইরে থাকুক বড় পর্দা। এ ভাবেও ঘর সহজে ঠান্ডা হবে না।
৪। জানলা বা দরজার তলায় ফাঁকা থাকলে সেই ফাঁকা ঢেকে যায় এমন পর্দা ব্যবহার করুন। সামান্য লম্বা ঝুলের পর্দা ব্যবহার করলেই তা সম্ভব।
- বিষয় :
- লাইফস্টাইল
- শীতের আমেজ
- শীতকাল