ছবিতে গাবতলী পশুর হাট
জমে উঠেছে গাবতলী পশুর হাট। ছবি: মাহবুব হোসেন খান নবীন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ২১:৩৪
রাজধানীর মধ্যে অন্যতম পশুর হাট গাবতলী। প্রত্যেক বছর এই হাটে চোখ থাকে ক্রেতাদের। এবারও তার ব্যতিক্রম হয়নি।
গাবতলী পশুর হাটে প্রচুর কোরবানির পশু উঠেছে। ছবি: মাহবুব হোসেন খান নবীন
ট্রাকে উঠানো সময় এক ব্যাপারীর দিকে তেড়ে আসে গরু। ছবি: মাহবুব হোসেন খান নবীন
হাটে বড় গরুর ক্রেতা নেই, জমে উঠেছে মাঝারি গরুর বেচাকেনা। ছবি: মাহবুব হোসেন খান নবীন
গরু কিনে বাড়ি যাচ্ছেন এক ক্রেতা। ছবি: মাহবুব হোসেন খান নবীন
গাবতলীর পশুর হাটের ব্যবসায়ী ও ক্রেতারা জানান, মাঝারি গরু বেশি বিক্রি হচ্ছে। ছবি: মাহবুব হোসেনখান নবীন
ক্রেতাদের আকৃষ্ট করতে সাজানো হয়েছে গরুটিকে। ছবি: মাহবুব হোসেন খান নবীন