সাংবাদিকদের মাঝে বিএনপির স্যানিটাইজার বিতরণ

সাংবাদিকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ০৯:২০
সাংবাদিকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বিএনপি।
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাময়িক মুক্তির সংবাদ সংগ্রহ করতে আসা দুই শতাধিক সংবাদকর্মীর মাঝে এ হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসব উপকরণ দেন। এর আগেরদিন মঙ্গলবার রাতেও সংবাদ সংগ্রহ করতে আসা সংবাদ কর্মীদের মাঝে তিনি এসব বিতরণ করেন।
শামসুদ্দিন দিদার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করছে। তাই তাদের নিরাপত্তা আগে প্রয়োজন। সেই কথাটি মাথায় রেখে বিএনপির পক্ষ থেকে তিনি এই উপকরণ গুলো বিতরণ করছি। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকরা।
- বিষয় :
- হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
- সাংবাদিক
- বিএনপি