প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৪২৯ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রওশন এরশাদ ও গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তারা শুভেচ্ছা জানান। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুর কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা। 

আর বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে কার্ড পৌঁছে দেন তার সহকারী একান্ত সচিব অ্যাড. মো. আবু তৈয়ব।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিরোধী দল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।