ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

ভাসানীর স্বাধীনতার স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছিলেন বঙ্গবন্ধু: মেনন

ভাসানীর স্বাধীনতার স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছিলেন বঙ্গবন্ধু: মেনন

রাশেদ খান মেনন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১ | ১০:৩৫ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ | ১০:৩৫

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, মওলানা ভাসানীর স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন বঙ্গবন্ধু। ভাসানীর কাছে তাই বাঙালির ঋণ কিছু কম নয়। কিন্তু ঋণ স্বীকার করা দূরের কথা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তাকে স্মরণ পর্যন্ত করা হয়নি।

শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাশেদ খান মেনন এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পর্যায়ের ন্যূনতম কোনো অনুষ্ঠানে নয়, বরং মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধানুষ্ঠান রাজনৈতিক মারামারিতে রূপ নিয়েছে। দলীয় অহমিকা ও অন্ধত্ব ছাড়া নূ্যনতম শ্রদ্ধাবোধ সেখানে কাজ করেনি।

তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের অগ্রবর্তী স্থান এখন ইতিহাসও স্বীকার করছে। এমনকি ভারতের স্বাধীনতার ৭৫ বছর উৎসবে হিন্দুত্ববাদী বিজেপি নেতারাও কমিউনিস্টদের সেই ভূমিকার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। তেমনিভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর নেতৃত্বদানকারী ভূমিকাকেও একদিন স্বীকার করা হবে। সেদিন আমরা থাকব না, কিন্তু নতুন প্রজন্ম ইতিহাসকে সঠিক জায়গায় স্থাপন করবে।

ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিকের সঞ্চালনায় সভায় ‘মওলানা ভাসানী ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নুর আহমদ বকুল, কামরুল আহসান, ড. সুশান্ত দাস প্রমুখ।

আরও পড়ুন

×