‘আইপিএলে ফিরছি’, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গেইল

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২২ | ২৩:২০ | আপডেট: ০৮ মে ২০২২ | ২৩:২০
চার-ছক্কার টুর্নামেন্টে ক্রিস গেইল থাকবেন না, সেটা কী করে হয়! গেইলভক্তরা এবার অবাকই হয়েছিলেন তার আইপিএলে না থাকায়। তবে দেরিতে হলেও মুখ খুলেছেন গেইল। জানিয়েছেন যোগ্য সম্মান না পাওয়ায় তিনি এবার আইপিএলে খেলতে চাননি।
এ নিয়ে ইংলিশ ট্যাবলয়েড মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘আমি গত ক’বছর যেভাবে আইপিএল খেলেছি। মনে হয়েছে সেভাবে সম্মান পাচ্ছি না। তাই ভাবলাম আইপিএল খেলার জন্য যেহেতু পরিপূর্ণ সম্মান পাচ্ছি না, আমি এ বছর ড্রাফটে নাম লেখাচ্ছি না। আসলে ক্রিকেটের বাইরেও জীবন আছে। আমি সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।'
তবে এবার না থাকলেও পরের বছর আইপিএলে ফেরার আশা গেইলের। জানিয়েছেন, পাঞ্জাব বা বেঙ্গালুরুর হয়ে শিরোপা জিততে চান।
আর তারাও গেইলকে খুব করে চাইছে, 'পরের বছর আমি ফিরছি। তাদের আমাকে দরকার। আইপিএলে আমি তিন দলে খেলেছি। এর মধ্যে বেঙ্গালুরু ও পাঞ্জাবের যে কোনো এক দলের হয়ে শিরোপা জিততে চাই। বেঙ্গালুরুতে আমি সবচেয়ে বেশি সফল ছিলাম। পাঞ্জাবে তারা অনেক ভালো ছিল। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। দেখি সামনে কী আছে।’