লঙ্কান লিগে যাচ্ছেন আম্পায়ার গাজী সোহেল

গাজী সোহেল
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১১ জুলাই ২০২৩ | ০৬:১৮
বিপিএলে বিদেশি আম্পায়ারদের ম্যাচ পরিচালনা করতে দেখা নতুন কিছু না। সেই প্রথম আসর থেকেই কোনো না কোনো বিদেশি আম্পায়ার নিয়োগ দেওয়া হয়েছে।
বিশেষ করে শ্রীলঙ্কান আম্পায়াররা নিয়মিত বিপিএলে ম্যাচ পরিচালনা করেছেন। সে তুলনায় বাংলাদেশি আম্পায়ারদের ডাকা হয়নি বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে। এবার বাংলাদেশি আম্পায়ারদেরও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের বাজার খুলছে।
আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেলকে এলপিএলের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সমকালকে তিনি বলেন, ‘আমাদের আম্পায়ারদের জন্য এটা ভালো খবর। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, কম হলেও পাঁচটি ম্যাচ দেবে। এর বেশিও পেতে পারি।’
এদিকে কানাডার টি২০ লিগ থেকে যোগাযোগ করা হয়েছে আরেক আন্তর্জাতিক আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের সঙ্গে। ব্যাট-বলে মিলে গেলে অভিজ্ঞ এই আম্পায়ারও প্রথমবার বিদেশী লিগে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন।
গাজী সোহেল ও মাসুদুর রহমানের পথ চলা প্রায় একই সঙ্গে। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত মাসুদুর রহমান ৩৮ ও গাজী সোহেল ২৯ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে সবচেয়ে বেশি ১০২ ম্যাচ পরিচালনা করেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
- বিষয় :
- গাজী সোহেল
- লঙ্কান প্রিমিয়ার লিগ