ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

৩২ বছরেই ফুটবলকে বিদায় বললেন হ্যাজার্ড

৩২ বছরেই ফুটবলকে বিদায় বললেন হ্যাজার্ড

এডেন হ্যাজার্ড। ছবি: ফাইল

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১১:০০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ১১:০০

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বেলজিয়াম বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নেন এডেন হ্যাজার্ড। এবার পেশাদার ফুটবলকে বিদায় বললেন সাবেক চেলসি ও রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। 

হ্যাজার্ড এক ইনস্টাগ্রাম বার্তায় তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। ৩২ বছর বয়সী এই চেলসি কিংবদন্তি বিদায়ী বার্তায় বলেছেন, এটাই ক্যারিয়ার শেষ করার সেরা সময় বলে মনে হয়েছে তার। 

হ্যাজার্ড লিখেছেন, ‘প্রত্যেকের হৃদয়ের কথা শোনা উচিত এবং সঠিক সময়ে থেমে যাওয়া উচিত। ১৬ বছর এবং সাতশ’র বেশি ম্যাচ খেলার পরে আমি আমার পেশাদার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বের অনেক মাঠে আমি খেলেছি এবং উপভোগ করেছি।’

এডেন হ্যাজার্ড ফ্রান্সের ক্লাব লিলিতে ১৯৪ ম্যাচ খেলে ৫০ গোল করে চেলসিতে আসেন। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে তিনি ৩৫২ ম্যাচ খেলে ১১০ গোল করেছেন।  দলটির অনেক সাফল্যের পেছনে আছেন তিনি। 

এরপর ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেন। একের পর এক ইনজুরি আর অফ ফর্ম মিলিয়ে ব্লাঙ্কোস শিবিরে তিন মৌসুমে তিনি ৭৬ ম্যাচ খেলে ৭ গোল করেন। এরপর ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল হয় তার। ফ্রি এজেন্টে থাকা এই তারকা নতুন কোন ক্লাব পাননি। বেলজিয়ামের ১২৬ ম্যাচে ৩৩ গোল করা তারকা তাই অবসর নিয়ে নিলেন। 

আরও পড়ুন